আমি কোনো চিত্রশিল্পী নই

না, কোনো চিত্রশিল্পী আমি নই।
তবু আমার কলমের কালিতে,
কবিতার প্রতিটি শব্দে,
তোমার ছবি আঁকতে,
আমি সক্ষম।

Leave a Comment